নিজস্ব প্রতিবেদক: চালের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে সারাবছর খোলা বাজারে স্বল্পমূল্যে চাল বিক্রি করা হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি জানান, দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ বছর আউশ ধানের উৎপাদনও গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। তারপরও চালের দাম বেশি হওয়ার জন্য দায়ী ব্যবসায়ীদের কারসাজি। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট ফোরাম আয়োজিত সংলাপে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আগামী পহেলা অক্টোবর থেকে সারাদেশে খোলা বাজারে চালের পাশাপাশি আটা বিক্রি করা হবে বলেও জানান তিনি।
LGR/shimul