টি-টোয়েন্টি ক্রিকেটে মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৩-০৯-২০২২ ২০:৪০

আপডেট: ১৩-০৯-২০২২ ২১:১৬

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য না পাওয়ার অন্যতম কারণ মানসিকভাবে পিছিয়ে থাকা, এমনটাই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের পরামর্শক ও টি-টোয়েন্টি অধিনায়কের সাথে কথা বলে বিশ্বকাপের জন্য দল নির্বাচন করা হবে বলেও জানান বিসিবি সভাপতি। মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন নাজমুল হাসান পাপন। তবে বৈরি আবহাওয়ার কারণে আনুশীলন না হওয়ায় এদিন আলস সময় পার করেছেন ক্রিকেটাররা।

এশিয়া কাপে হতাশাজনক বিদায়ের পর দোসরা সেপ্টেম্বর দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এখন তারা ব্যস্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীরামের অধীনে মিরপুরে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পে। 

ক্যাম্পের প্রথম দিন সোমবার বৈরি আবহওয়ার মাঝেই টপ অর্ডার ব্যাটসম্যান ও পেসার মোস্তাফিজ-এবাদতদের ব্যাটিং-বোলিং দেখেছেন শ্রীরাম। তবে, দ্বিতীয় দিন মঙ্গলবার ভারী বর্ষনের ফলে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। বৈরি আবহাওয়া বাধা হওয়ায় অন্য কোথাও ক্যাম্প পরিচালনা করার চিন্তা করছে বিসিবি। এই বিষয়ে মিরপুরে বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন বিসিবি সভাপতি। 

টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের দুর্বল পারফরম্যান্সের জন্য মানসিকভাবে পিছিয়ে থাকাকেই অন্যতম কারণ বলে মনে করেন বোর্ড সভাপতি। আগামী বিশ্বকাপের জন্য জাতীয় দলের পরামর্শক ও অধিনায়কের সাথে কথা বলে দল ঘোষণা করা হবে বলে জানান পাপন।

শুধু এই ওয়ার্ল্ডকাপের জন্যই নয় টি-টোয়েন্টিতে আগামীতে নিয়মিত ভালো করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানালেন বিসিবি সভাপতি।

 

Sunny/habib