বিশ্ব ওজোন দিবস আজ

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ০৮:২২

আপডেট: ১৬-০৯-২০২২ ০৮:২২

 

অনলাইন ডেস্ক: আজ ১৬ই সেপ্টেম্বর, বিশ্ব ওজোন দিবস। ওজোন স্তরের ক্ষয় তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতি বছর ১৬ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্ব ওজোন দিবসের এবারের প্রতিপাদ্যপঁয়ত্রিশে মন্ট্রিল প্রটোকল-জীবন রক্ষায় অঙ্গীকার অবিচলদিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

১৯৮৭ সালের সেপ্টেম্বর বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী দ্রব্য ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় ওজোন স্তর ধ্বংসকারী পদার্থের ওপর মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়। এই দিনটিতেই পালিত হয় বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোনরক্ষা দিবস হিসেবে।

বাংলাদেশ ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষর করে। এরপর থেকে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। ওজোন দিবস উপলক্ষে পরিবেশ মন্ত্রণালয় এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন শোভাযাত্রা আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

 

AR/sharif