ড্রাগন চাষে বদলে গেছে কৃষকের ভাগ্য

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ০৮:৩০

আপডেট: ১৬-০৯-২০২২ ০৮:৫৫

রাজবাড়ী সংবাদদাতা: ড্রাগন ফল চাষে ধীরে ধীরে আগ্রহ বাড়ছে রাজবাড়ীর কৃষকদের মাঝে। অল্প পরিশ্রম আর স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় চাষিরা এদিকে বেশি ঝুঁকছে। নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ড্রাগন ফল চাষে  কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা। 

রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের কৃষক আব্দুল গফুর কাজী। ৪০ বছর ধরে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কৃষি বিভাগের পরামর্শে ২০১৫ সালে ১০শতাংশ জমিতে প্রথম ড্রাগন ফলের চাষ করেন। সাফল্য পাওয়ায় এবার ২০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করেছেন তিনি। 

তিনি জানান, চারা রোপনের দুই বছর পর তার বাগানে ফল আসে। এবছর প্রায় এক লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন তিনি। এখনো বাগান ফুলে আর ফলে ছেয়ে আছে। গফুর কাজীর দেখাদেখি এলাকায় অনেকেই এখন ড্রাগন ফলের চাষ করছেন। আগ্রহীরা দূর-দূরান্ত থেকে এর চাষ পদ্ধতি দেখতেও আসছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, নতুন ও তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি সম্ভাবনার ফসল। যে কারণে ড্রাগন ফল চাষিদের সংখ্যা দিন দিন বাড়ছে। রাজবাড়ীর মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় জেলায় এ বছর ৩ একর জমিতে এই ফলের চাষ হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।

MBK/sharif