ইউরোপা লিগে ম্যানইউ'র জয়

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ০৯:৪৭

আপডেট: ১৬-০৯-২০২২ ০৯:৪৭

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর মৌসুমের প্রথম গোলে ইউরোপা লিগে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে শেরিফ তিরাসপোলকে ২-০ গোলে হারিয়েছে সফরকারী ম্যানইউ। তিরাসপোলের মাঠে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় ম্যানইউ। তবে প্রতিবারই তা আটকে যাচ্ছিল রক্ষণে। গোলের প্রথম সুযোগ আসে দশম মিনিটে। তবে ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন রোনালদো।

মিনিট সাতেক পর ক্রিশ্চিয়ান এরিকসনের বাড়ানো বল ডি বক্সে পেয়ে আর ভুল করেননি জ্যাডন সাঞ্চো। বুলেট গতির শটে বোকা বানান গোলরক্ষককে। গোল খেয়ে পাল্টা আক্রমণে উঠে তিরাসপোল। ২৮তম মিনিটে ইয়াহি আতিমেনের শট গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। 

গোলশোধে মরিয়া তিরাসপোল পরের দুই মিনিটে আরো দুইটি আক্রমণ শানায়। তবে তারা ভুল করে বসে ৩৮তম মিনিটে। দিয়াগো দালতকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন রোনালদো।

এটি ছিল এবারের মৌসুমে রোনালদোর প্রথম গোল। আর ক্যারিয়ারের প্রায় শেষের দিকে এসে গোল করলেন ইউরোপা লিগে। অবশ্য রোনালদোর ক্যারিয়ারের প্রথম ইউরোপা লিগও এটি।

ইউনাইটেডের আক্রমণের ধারও এরপর কিছুটা কমে আসে। আর তিরাসপোলের অগোছালো সব আক্রমণ কোনো কাজেই আসেনি। তাতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

গ্রুপের আরেক ম্যাচে ওমোনিয়া নিকোশিয়াকে ১-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে আছে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেড ডেভিলরা। তিনে শেরিফ এবং চারে ওমোনিয়া।

AR/sharif