আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পুণরুদ্ধারকৃত খারকিভ অঞ্চলের ইজিয়াম শহরে ৪৪০টি মরদেহসহ একটি গণকবরের সন্ধান পেয়েছে কিয়েভ। এদের মধ্যে অনেকেই গোলাবর্ষণ ও বোমা হামলায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির পুলিশ প্রধান। এ ঘটনাকে বুচা নগরীর গণহত্যার সাথে তুলনা করে রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবারের রাতের ভিডিওতে তিনি একথা বলেন। এছাড়া অতিশীঘ্রই ফরেনসিক তদন্ত শুরু হবে বচলেও জানান তিনি।
এদিকে, ইউক্রেনকে আরও ৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত কিয়েভকে পনেরো’শ দশ কোটি ডলার মূল্যের সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। তবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেবার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো। কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠালে রেড জোন অতিক্রম করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে মস্কোর প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর এরকম পক্ষপাতমূলক আচরণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে ইউক্রেনের আরও উন্নতি হয়েছে এবং এই অগ্রগতি খুবই সন্তোষজনক বলে জানিয়েছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডর লিয়েন, বৃহস্পতিবার কিয়েভ সফরকালে একথা বলেন তিনি।
shamima/sharif