আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লক্ষেনেতে লক্ষ্ণৌতে সেনা ছিটমহলের সীমানাপ্রাচীর ধসে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
সেনা সীমানাপ্রাচীর ঘেঁষে বেশ কয়েকজন শ্রমিক থাকতেন। গত ২৪ ঘন্টার ভারী বৃষ্টিপাতে প্রাচীরটি ভেঙ্গে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।
অস্বাভাবিক বৃষ্টিপাতে লক্ষ্ণৌ শহরের বেশকিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে শহরটির বিভিন্ন এলাকায়। এছাড়া উত্তর প্রদেশজুড়ে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
shamima/sharif