চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ১৬:৩০

আপডেট: ১৬-০৯-২০২২ ১৬:৩০

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের গোবিন্দপুর গ্রামের চেয়ারম্যানপাড়ায় এ ঘটনা ঘটেছে। কুপিয়ে আহত করার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পৌর শহরে যাওয়ার সময় ইমরানকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু জানান, ইমরান স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে একনিষ্ঠভাবে জড়িত ছিলেন। যারা রাজনীতির নামে অপকর্ম করে, তাদের হাতেই তার প্রাণ গেলো। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যার কারণ বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে এবং অভিযুক্তদের আটকে অভিযান চলছে।

MNU/sharif