খুলনা সংবাদদাতা: খুলনায় ইয়াছিন আরাফাত নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) সকালে নগরীর কাশেম নগর এলাকায় তাকে হত্যা করা হয়। হত্যাকান্ডের শিকার আরাফাত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখাল গ্রামের বাসিন্দা ওবাইদুলের ছেলে। সে নগরীর বানিয়াখামার এলাকায় মামার সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) সকালে কাশেম নগর এলাকায় একটি দোকানে অবস্থানকালে বেশ কিছু যুবক ইয়াছিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
lamia/sharif