চীন-রাশিয়ার সম্পর্ক বিশ্ব শান্তির জন্য হুমকি: তাইওয়ান

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ২০:৩৯

আপডেট: ১৬-০৯-২০২২ ২০:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: চীন-রাশিয়ার সম্পর্ক বিশ্ব শান্তির জন্য হুমকি বলে সতর্ক করেছে তাইওয়ান। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই দুই দেশের কর্তৃত্ববাদী সম্প্রসারণ প্রতিরোধের আহ্বানও জানিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) উজবেকিস্তানের সমরখন্দে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় তারা অন্যান্য বৈশ্বিক বিষয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে একে অপরকে সমর্থনের কথা জানান। 

এর প্রতিক্রিয়ায় শুক্রবার তাইওয়ান এমন মন্তব্য করে বলে জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। রাশিয়া ও চীনের মধ্যে নিবিড় যোগাযোগ তাইপেইকে আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। 

 

aleya/prabir