জুয়ার পাওনা টাকার জন্য খুন

প্রকাশিত: ১৬-০৯-২০২২ ২২:২৩

আপডেট: ১৬-০৯-২০২২ ২২:২৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর গ্রামে এঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

নিহতের পরিবারের দাবী, আমানউল্লা কাজের ফাকে জুয়া খেলায় লিপ্ত থাকতো। প্রতিদিন রাতে বিলের মধ্যে নৌকায় জুয়ার আসর বসে। এতে ডিশ বাবু ও জিয়া খেলায় হেরে আমানউল্লার কাছ থেকে টাকা নেয়। পাওনা টাকা চাওয়ায় তাকে পিটিয়ে আহত করে ও কীটনাশক সেবন করায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে, নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে আহাম্মদ উল্লাহ মৃদুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  সে শহরের নলুয়াপাড়া এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে।

 

Kaniz/prabir