পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ২২-০৯-২০২২ ২১:৩৯

আপডেট: ২২-০৯-২০২২ ২১:৩৯

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

নিজের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ছয় হাজার ৮০ কোটি টাকার অসামঞ্জস্যপূর্ণ ও অস্বাভাবিক লেনদেন করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। এছাড়া তিনি ৪২৫ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। 

বৃহস্পতিবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সাক্ষি হিসেবে জবানবন্দিতে এসব কথা বলেন মামলার বাদী দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন। 

এরপর আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী ও শাহিনুর ইসলাম জেরার জন্য সময় চাইলে আদালত ১৩ অক্টোবর জেরার নতুন দিন ধার্য করেন। এদিকে, বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচার মামলার মূল অভিযুক্ত পিকে হালদারসহ অন্যান্য অভিযুক্তদের আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে ভারতের কলকাতার একটি বিশেষ আদালত। 

 

Akash/shimul