ক্রীড়া ডেস্ক: শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে শেখ রাসেল জুনিয়র স্কুল দাবা প্রতিযোগিতা। শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
চারটি গ্র“পে ভাগ হয়ে দেশের অর্ধশতাধিক স্কুলের সাড়ে ৩শ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামীকাল পুরস্কার প্রদানের মাধ্যমে পর্দা নামবে আসরটির।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদুল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ৩৫০ জন খুঁদে দাবাড়ু অংশগ্রহণ করছে।
NS/nasir