নিজস্ব প্রতিবেদক: প্রয়াত চিত্রগ্রাহক মিশুক মুনীরের নামে স্মৃতি পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে ‘লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্ট’। প্রতিবছর মিশুক মুনীরের জন্মদিনে ২৪শে সেপ্টেম্বর এই পুরস্কার দেওয়া হবে। মিশুক মুনীরের ৬৩তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার (২৪শে সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে, এই পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়া হয়।
এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার জানান, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ও নাট্যাভিনেত্রী প্রয়াত লিলি চৌধুরীর নামে একটি স্মৃতি রক্ষা ট্রাস্ট গঠিত হচ্ছে। ট্রাস্টের প্রথম কর্মসূচি হবে, এই দুই ব্যক্তিত্বের সন্তান বরেণ্য সাংবাদিক মিশুক মুনীরের নামে একটি স্মৃতি পুরস্কার প্রবর্তন।
আগামী বছর থেকে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার নির্বাচন ও প্রদান করা হবে। প্রথম বছরে দু’টি ক্যাটাগরি ও পরের বছর থেকে একটি ক্যাটাগরিতে এই পুরষ্কার দেওয়া হবে বলে জানান তিনি।
EHM/sharif