আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলেছে ভুটান। ২৪ শে সেপ্টেম্বর থেকে হিমালয় ঘেষাঁ দেশটিতে ভ্রমণের সুযোগ পাচ্ছে বিভিন্ন দেশের পর্যটকরা। করোনা মহামারির কারণে প্রায় আড়াই বছর নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল দেশটি। তবে ভুটান ভ্রমণে পূর্বের তুলনায় অতিরিক্ত অর্থ গুনতে হবে পর্যটকদের।
সম্প্রতি টেকসই উন্নয়ন ফি নামে পর্যটন শুল্কের ক্ষেত্রে একটি সংশোধন এনেছে ভুটান। গত ত্রিশ বছর ধরে দৈনিক টেকসই উন্নয়ন ফি ৬৫ ডলার রাখা হলেও এখন তা বাড়িয়ে দুইশ ডলারে উন্নীত করা হয়েছে।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, ভুটানে প্রবেশের পর বিমানবন্দরে বিনামূল্যে করোনা শনাক্তের ব্যবস্থা থাকবে। করোনা শনাক্ত হলে নিজস্ব খরচে কোয়ারান্টাইনে থাকতে হবে। তবে কোয়ারান্টাইনে থাকার দিনগুলোতে র দৈনিক টেকসই উন্নয়ন ফি দিতে হবে না।
shamima/sharif