সোনারগাঁওয়ে দলিল লেখককে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ২৫-০৯-২০২২ ২০:৫৮

আপডেট: ২৫-০৯-২০২২ ২০:৫৮

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরকীয়ার জের ধরে দলিল লেখক মোশারফ হোসেন ভূইয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৫শে সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মোশারফ হোসেন ভূইয়া স্থানীয় আব্দুল কাদির ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে ডাকাতরা মোশারফ হোসেন ভূইয়াকে হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন। তিনি বলেন চার জনের একটি ডাকাত দল রাতে বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে বাথরুমের বালতির পানিতে চুবিয়ে হত্যা করে। 

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করে পুলিশ। 

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। পরকীয়ার কারণে এ হত্যাকান্ড হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। 

Kaniz/sharif