আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ায় প্রায় তিন মাস পর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। টোকিওর একটি স্টেডিয়ামে তিনদিনব্যাপী চলবে আয়োজন। প্রথমদিন প্রয়াত এই প্রধানমন্ত্রীর প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশী অনেক অতিথি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তবে, অর্থনৈতিক মন্দার মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধীতা করে বিক্ষোভ করেছে জাপানের অনেক মানুষ।
গেল ৮ই জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। ঘটনার প্রায় তিন মাস পর রাজধানী টোকিওতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। সবচে দীর্ঘ সময় ধরে জাপান শাসন করা এই নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে নাগরিকরা।
অন্ত্যেষ্টিক্রিয়ার এই আয়োজনে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিদেশি অনেক অতিথি। অনুষ্ঠানে ৫০ জন সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানসহ প্রায় ৭শ জন বিদেশি অতিথির অংশ নিয়েছেন। দেশি-বিদেশি অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিওজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২০ হাজার সদস্য।
মঙ্গলবার প্রথমদিনের আনুষ্ঠানিতা চলে প্রায় দেড় ঘন্টা। অ্যাবের প্রতি সম্মান জানাতে নীরবতা পালন ও বাজানো হয় দেশটির জাতীয় সঙ্গীত। শিনজো অ্যাবেকে স্মরণ করে বক্তব্য রাখেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এরপর রাজ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রীর প্রতি।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, অ্যাবের তিনদিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি ইয়েন। দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে জাঁকজমক ও ব্যয়বহুল এ অনুষ্ঠানের বিরোধীতা করে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির জনগণ। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
hasna/sharif