নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে এই সংঘর্ষ বাধে।
আজ মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় এ ঘটনায় সংগঠনের কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। তবে,ছাত্রলীগ জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে ফেরার পথে তাদের এক কর্মীকে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করে। এদিকে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী সমান। সংঘর্ষের বিষয়টি খতিয়ে দেখা হবে।
KFA/shimul