নারী ফুটবল দলকে সেনাবাহিনীর সংবর্ধনা

প্রকাশিত: ২৭-০৯-২০২২ ২৩:৫৭

আপডেট: ২৭-০৯-২০২২ ২৩:৫৭

ক্রীড়া ডেস্ক : সাফ শিরোপাজয়ী নারী ফুটবল দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী। প্রত্যেক খেলোয়াড় এবং কোচিং স্টাফকে আর্থিকভাবে পুরষ্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এ সময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ নারী ফুটবল দলের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আর সাফল্যের জন্য দলের প্রচেষ্টাকে সাধুবাদ জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দল প্রশংসার জোয়ারে ভাসছে। ইতিহাস সৃষ্টি করাএই মেয়েদের মঙ্গলবার সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী। জমকালো এই আয়োজন শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে।

এসময় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, দীর্ঘদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী দল। 

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে দলের প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ৩ লাখ,হেড কোচকে ২ লাখ ও অন্যান্য কোচিং স্টাফকে ১ লাখ টাকা করে আর্থিক পুরষ্কার দেয়া হয়। এছাড়া সাফ আসরের শ্রেষ্ঠ খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে আলাদাকরে অর্থ পুরষ্কার দেয়া হয়। এ সময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ জানান, নারীদের ফুটবল উন্নয়নের সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত তারা। 

এমন সাফল্য আগামীতেও অব্যাহত থাকুক, সেই প্রত্যাশার কথাও বলা হয় অনুষ্ঠানে।

 

AR/habib