দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের হাকিমপুরে আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌর সভার ছোট ডাংগাপাড়ায় কৃষকের নিয়ে এই আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মমতাজ সুলতানা জানান, ফসলের ক্ষেতে সমন্বিত বালাই ব্যবস্থাপনার বিভিন্ন কৌশলের মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হলো আলোক ফাঁদ। ধান ক্ষেতে পোকার উপস্থিতি নিশ্চিত হতে এই পদ্ধতি অনুসরণ করা হয়। কীটনাশক ব্যবহার ছাড়াই এই ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকা দমন করা যায় বলেও জানান তিনি।
আলোর ফাঁদ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে।
AR/habib