উপমহাদেশের গানের রানীর জন্মদিন আজ

প্রকাশিত: ২৮-০৯-২০২২ ০১:৪৬

আপডেট: ২৮-০৯-২০২২ ০১:৪৬

অনলাইন ডেস্ক: আজ ২৮শে সেপ্টেম্বর। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। ১৯২৯ সালের আজকের এই দিনে তিনি ব্রিটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই গানের প্রতি ঝোঁক ছিল লতার। মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমাতে প্লেব্যাক করেন। দীর্ঘ সংগীতজীবনে লতা মঙ্গেশকর এক হাজারেরও বেশি হিন্দি সিনেমাতে গান করেছেন। এ ছাড়া ভারতের ২০টি আঞ্চলিক ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লতা মঙ্গেশকর ভারত রতœ, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার ফিল্মফেয়ার পুরস্কার, ১২ বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কার।

প্রখ্যাত এ শিল্পীকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’ অনার প্রদান করেছে সে দেশের সরকার।

২০২২ সালের ৬ই ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তী। 

 

AR/habib