সাভারে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট

প্রকাশিত: ২৮-০৯-২০২২ ০৮:৪০

আপডেট: ২৮-০৯-২০২২ ০৯:০৭

সাভার সংবাদদাতা: গত কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাস সংকট। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় প্রতিটি সিএনজি স্টেশনেই তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্যাসচালিত যানবাহনের মালিক ও চালকরা।

গ্যাস নিতে আসা যানবাহনের এই দীর্ঘ সারির চিত্র সাভারের একটি সিএনজি স্টেশনের। শুধু এই সিএনজি স্টেশনেই নয়, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রতিটি সিএনজি স্টেশনের চিত্রই এখন প্রায় এমন। গ্যাসচালিত যানবাহনের মালিক ও চালকেরা বলছেন- প্রায় দুই সপ্তাহ ধরে এ অঞ্চলের সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাসের সংকট। দিন-রাত প্রায় সব সময়ই গ্যাসের চাপ থাকছে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। 

সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে শিগগিরই গ্যাসের চাপ স্বাভাবিক না হলে তারা আর্থিক সংকটে পড়বে। এজন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

সাভার তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ পয়েন্ট থেকে সাভার অঞ্চল শেষ প্রান্তে হওয়ায় এখানে গ্যাসের চাপ এমনিতেই কম থাকে। পাশাপাশি বর্তমানে চাহিদার তুলনায় ২০ শতাংশ গ্যাস কম পাওয়া যাচ্ছে। এজন্য সঠিক চাপে কোন গ্রাহকই গ্যাস পাচ্ছে না। তবে, গ্যাসের সরবরাহ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানালেন এই কর্মকর্তা।

সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অন্তত ৪০টি সিএনজি স্টেশন রয়েছে।

afroza/sharif