নিজস্ব প্রতিবেদক: আন্দোলন দমন করতেই সরকার হত্যা, পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ (বুধবার) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগের দাবিতে ৮ই অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় গণসমাবেশ এবং ১০ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন তিনি।
সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত দুই মাসে বিএনপি’র ৫জনকে হত্যা, ২৯৪জনকে গ্রেপ্তার ও ৭৫টি মামলায় ২৫ হাজার নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বিদেশে মিথ্যাচার করছে সরকার। জনগনকে সম্পৃক্ত করতে মাসব্যাপী কর্মসূচি শেষে এবার সারাদেশে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এছাড়াও নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ই অক্টোবর সকল মহানগরে ও ১০ই অক্টোবর সকল জেলা পর্যায়ে শোক শোভাযাত্রা করবে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষোভ ও নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।
GM/sharif