শেখ হাসিনাকে জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

প্রকাশিত: ২৯-০৯-২০২২ ০০:৪৬

আপডেট: ২৯-০৯-২০২২ ০০:৪৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮শে সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

হাইকমিশনের টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে, যেখানে পুষ্পার্ঘের ওপর কাগজে শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ৭৬ বর্ষে পদার্পণ করেছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উপলক্ষে সরকারপ্রধান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

 

rocky/sanchita