ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইয়ান

প্রকাশিত: ২৯-০৯-২০২২ ০১:১২

আপডেট: ২৯-০৯-২০২২ ০১:১৩

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী হারিকেন ‘ইয়ান’ আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। ঝড়ে শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবে নিখোঁজ রয়েছে ২৩ জন। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে ঝড়টি আঘাত হানে। 

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ঘন্টায় সর্বোচ্চ ১২৬ কিলোমিটার বেগে ফ্লোরিডায় আঘাত হেনেছে ইয়ান। উপকূলজুড়ে তীব্র বাতাস ও বৃষ্টির সাথে ভয়াবহ বজ্রপাত হচ্ছে। ঝড়ের প্রভাবে সাগরে ৫ থেকে ৬ ফুট উচু জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। 

বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে টাম্পা, অরল্যান্ডো, ফোর্ট মিয়ারস ও মিয়ামি শহরের সাড়ে ৪ লাখ বাসিন্দা। ঝড়ের কারণে মানাটি কাউন্টিতে পানির তিনটি সরবরাহ লাইন ভেঙে পড়েছে।

এদিকে, উপকূলীয় এলাকার লাখো বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফ্লোরিডা কর্তৃপক্ষ।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাত হবে। আশঙ্কা রয়েছে বন্যারও।

এর আগে, দ্বীপরাষ্ট্র কিউবায় আঘাত হানে ইয়ান। হারিকেনটির প্রভাবে লন্ডভন্ড হয়েছে দেশটির বেশ কয়েকটি শহর।

 

rocky/sanchita