কৃষক হত্যা : তিন আসামী গ্রেফতার

প্রকাশিত: ২৯-০৯-২০২২ ২০:৩২

আপডেট: ২৯-০৯-২০২২ ২০:৩২

সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে কৃষক হত্যার অভিযোগে তিন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪শে সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষক সাইদুর রহমানের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তর্কবিতর্কের জের ধরে তাকে মাথায় আঘাত করে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। নিহতের মরদেহ গুম করার জন্য গলায় পাথর বেধে পানিতে ডুবিয়ে দেয় খুনীরা। 

এ বিষয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

 

afroza/shimul