নিজস্ব প্রতিবেদক: দেশের পর্যটন শিল্পের বিকাশ ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে নবম এশীয় পর্যটন মেলা। এশিয়ার ৮টি দেশের পর্যটন খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে এই মেলায়। ভ্রমণের পাশাপাশি চাকরি ও চিকিৎসার খোঁজ খবরও পাওয়া যাচ্ছে।
দেশিয় কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরে ঢাকায় উঠলো এশিয়ান ট্যুরিজম ফেয়ারের। করোনা পরবর্তী সময়ে পর্যটন খাতকে চাঙা করতে এ মেলার আয়োজন। বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান, লিথুয়ানিয়াসহ ৮ দেশের পর্যটন খাতের প্রতিনিধিরা মেলায় এসেছেন।
পর্যটকদের জন্য থাকছে ভ্রমণ তথ্য ও ছাড়ের ঘোষণা। এখানে রয়েছে ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, ক্রুজলাইন্স, রিসোর্ট, থিমপার্কসহ দেশি বিদেশি ৫০টি প্রতিষ্ঠান। ভ্রমণের তথ্যের সাথেসাথে চাকরির জন্য রেজিস্ট্রেশনের সুযোগ এবারই প্রথম। ভ্রমণের জন্য মেলায় আগাম বুকিংয়ে থাকছে ছাড়।
পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলা শেষ হবে শনিবার।
KNR/shimul