বেনাপোল ও হিলি বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ৩০-০৯-২০২২ ১১:১৪

আপডেট: ৩০-০৯-২০২২ ১১:১৪

ডেস্ক প্রতিবেদন: শারদীয় দুর্গাপূজা সাপ্তাহিক ছুটির কারণে টানা দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পহেলা অক্টোবর থেকে ৬ই অক্টোবর ছয়দিন ভারতীয় হিলি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখবে সে দেশের ব্যবসায়ীরা। এছাড়া ৩০শে সেপ্টেম্বর ৭ই অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে মোট দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ই অক্টোবর শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। 

তবে এসময় আমদানি-রপ্তানি এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি। 

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

তবে সময় বেনাপোল শুল্কভবন বন্দরে পণ্য উঠানামা, খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, দুর্গাপূজায় সরকারি ছুটির কারণে দোসরা অক্টোবর রোববার থেকে ৫ই অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। চালু হবে ৬ই অক্টোবর সকাল থেকে।

AR/sharif