নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর পলাশে মনির হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (পহেলা অক্টোবর) সকালে গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের বোন শাহিনুর বেগম জানায়, মনির হোসেন রাতে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে ঘর থেকে বের হয়। পরে সকালে বাবা ভোরে ঘরের সামনে হাত পা বাঁধা অবস্থায় মনিটের গলাকাটা মরদেহ দেখতে পায়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগম ও সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
rocky/sharif