ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফিল ফোডেন আর আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলবন্যায় ভাসিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যানচেস্টার ডার্বিতে রোববার রাতে ৬-৩ গোলের বড় জয় পেয়েছে ম্যানসিটি।
ইতিহাদ স্টেডিয়ামে অষ্টম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। গোছালো আক্রমণে সিলভার পাস ফাঁকায় পেয়ে ১০ গজ দূর থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফোডেন।
এরপর ১৮তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যেত সিটি। ইলকাই গিনদোয়ানের ফ্রি-কিক রক্ষণ প্রাচীর এড়িয়ে পোস্টে বাধা পায়। তবে ৩৭ মিনিটে আর কোনো বাধা সিটিকে ঠেকাতে পারেনি। কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। চার মিনিটের মধ্যে আবারও গোল হজম করে তারা। এবারও স্কোরার সেই হাল্যান্ড।
৪৪তম মিনিটে ম্যঅনইউকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন ফোডেন। ইংলিশ তারকা নিজের দ্বিতীয় গোল করেন।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফেরে ইউনাইটেড। ৫৬তম মিনিটে ক্রিস্তিয়ান এরিকসেনের পাস ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনি। ব্যবধান কমলেও লড়াইয়ে অবশ্য ফিরতে পারেনি ইউনাইটেড।
এর কারণ হাল্যান্ড। ৬৪তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই ঘরের মাঠে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করলেন নরওয়ের এই তারকা। আট মিনিট পর হ্যাটট্রিকের আনন্দে ভাসেন ফোডেনও।
ম্যাচের সম্ভাব্য ফল তখন প্রায় নিশ্চিত। এরপরই গোল দুটি করেন মার্সিয়াল। ৮৪তম মিনিটে ফ্রেডের পাস থেকে আর যোগ করা সময়ে সফল স্পট কিকে দলের তৃতীয় গোলটি করেন তিনি।
আট ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা ইউনাইটেড ১২ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
rocky/sat