নিজস্ব প্রতিবেদক: সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ১৪ টাকা। নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটারের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার (৪ঠা অক্টোবর) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, মঙ্গলবার (চৌঠা অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।]
এর আগে গত ২৩শে আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
MHS/shimul