ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ সামনে রেখে কাল থেকে ক্রাইস্টচার্চে অনুশীলন শুরু হবে বাংলাদেশ দলের। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে রোববার স্থানীয় সময় দিবাগত রাতে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে পৌঁছায়। তাই সোমবার দিনটি বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা।
মঙ্গলবার থেকে ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেও এখনো দলের সাথে নিউজিল্যান্ডে যোগ দেননি অধিনায়ক সাকিব আল হাসান। সিপিএল শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাতে গিয়েছেন তিনি।
তবে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই দলের সাথে ক্রাইস্টচার্চে সাকিব যোগ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। আগামী ৭ই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে বাংলাদেশ দলের।
SMS/shimul