শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী

প্রকাশিত: ০৪-১০-২০২২ ০৮:৩৫

আপডেট: ০৪-১০-২০২২ ১৭:৪৩

নিজস্ব প্রতিবেদক: বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার মহানবমীতে মঙ্গলবার সকালে মন্দিরে ও মণ্ডপে অনুষ্ঠিত হয় নবমীর বিহিত পূজা। ধর্মীয় আচার শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। কাল প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গা পূজার ৫ দিনের উৎসব। তাই আজই যেন বিদায়ের সুর ভক্তদের মনে। 

শারদীয় দুর্গোৎসবের মহানবমী শুরু হয় মঙ্গলবার সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে। ফুল-বেলপাতা-দুর্বাসহ প্রকৃতিতে পাওয়া যায় এমন কয়েক ধরণের উপাচারে দেবি দুর্গার পূজা করেন ভক্তরা। সনাতন শাস্ত্র মতে, এই তিথিতে মানবকল্যাণে রামসহ সকল দেব-দেবীকে আশীর্বাদ করেন দেবী দূর্গা।

ধর্মীয় আচার শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। শঙ্খ আর উলুধ্বনিতে মহামায়ার আরাধনা করেন। এ সময় সম্প্রীতি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। মহানবমীর এই তিথিতে বিহিত পূজা ও অঞ্জলি নিবেদনসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে নবমপূজা সম্পন্ন করেন আয়োজকরা। 

বুধবার মর্ত্য ছেড়ে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসব।

MNU/sharif