পটুয়াখালী সংবাদদাতা: সরকারের নানা উদ্যোগে দেশে সাগর ও নদ-নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। আকারেও বড় ইলিশ পাচ্ছে জেলেরা। সীমিত পরিমাণ ইলিশের রপ্তানিও হচ্ছে। এতে জেলে ও মাছ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা ভালো দাম পাওয়ায় খুশি। তবে জনগণকে কিনতে হচ্ছে চড়া দামে।
কয়েক বছর ধরেই দেশে সাগর ও নদ-নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। গত তিন মাসে বিগত বছরের তুলনায় প্রায় ১০ হাজার মেট্রিকটন বেশি ইলিশ ধরা পড়েছে। ইলিশের পাশাপাশি জালে অন্যান্য জাতের মাছও ধরা পড়ছে। বাজারে মাছের দাম ভালো দাম পাওয়ায় খুশিও তারা। মৎস্যখাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নানমুখী উদ্যোগে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে তেমনি বড় আকারের ইলিশের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলছেন, অন্যান্য পন্যের বাজার মূল্যের সাথে প্রতিযোগিতায় ইলিশের দাম খুব একটা বেশি নয়। এতে জেলেরাও লাভবান হচ্ছেন।
গত ২৩শে জুলাই সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কয়েক দফা নিম্নচাপ ও বৈরি আবহাওয়ার কারণে জেলেরা কাঙ্খিত ইলিশ শিকার করতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে ইলিশ ধরা পরায় জেলে পল্লীগুলোতে উৎসবের আমেজ রয়েছে।
MBK/sharif