আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সরকারবিরোধী সমাবেশের ডাক দিয়েছেন। ইসলামাবাদে 'হাকিকি আজাদি মার্চ'-এর জন্য দলীয় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ৯ই অক্টোবর মহানবী হযরত মুহাম্মদের (স.) জন্মবার্ষিকীর পর যেকোনো সময় এই লংমার্চ অনুষ্ঠিত হবে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ফেডারেল রাজধানীতে বানি গালার বাসভবনে দলের নেতাদের নিয়ে বৈঠক করেন ইমরান খান। এসময় খাইবার-পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের দলীয় কর্মীদেরকে সরকারবিরোধী বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আজাদি মার্চ বের করা হবে। বৈঠকে শাহ মেহমুদ কুরেশি, পারভেজ খট্টক এবং ইয়াসমিন রশিদ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক নেতা জানান, পিটিআই দেশে আগাম নির্বাচনের দাবিতে বর্তমান সরকারের বিরুদ্ধে এই লংমার্চ করবে।
rocky/sharif