আইসিসির মাস সেরার তালিকায় বাংলাদেশের অধিনায়ক

প্রকাশিত: ০৫-১০-২০২২ ২২:২০

আপডেট: ০৫-১০-২০২২ ২২:২৬

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছেন নিগার সুলতানা জ্যোতি। গত সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলার সুবাদে মনোনায়ন পেলেন তিনি।

বুধবার নারী ও পুরুষ ক্রিকেটারদের সেপ্টেম্বর মাসে সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

তবে মাসের সেরা ক্রিকেটার হতে বাংলাদেশের অধিনায়ককে লড়তে হবে ভারতের দুই ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও হারমনপ্রীত কৌরের সঙ্গে। মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন এই দু’জনও।

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৪৫ গড়ে ১৮০ রান করা জ্যোতির সঙ্গে আছেন স্মৃতি মান্ধানা ও হারমনপ্রীত কৌর।

নিগারের নেতৃত্বে বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। অধিনায়কত্বের সঙ্গে ব্যাট হাতেও নিগার টেনেছেন দলকে। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিগার পাঁচ ম্যাচে ১৮০ রান করেছেন; গড়  ৪৫ এবং ১০৫.২৬ স্ট্রাইক-রেটে।’

এর আগে, ২০২১ সালের নভেম্বরে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার।

এদিকে, এ মাসে পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।

 

rocky/sat