পটুয়াখালী সংবাদদাতা: দেশের মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না প্রকৃত জেলেরা। সম্প্রতি পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে এ ধরনের অপরাধ দিনকে দিন বাড়ছে।
পটুয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এখানকার অধিকাংশ মানুষ বঙ্গোপসাগর ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রকৃত জেলে হয়েও সরকারের বিভিন্ন সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাদের অভিযোগ।
সদর ইউনিয়নের কয়েকজন জেলে সম্প্রতি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের বিরুদ্ধে ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ এনে দুদকে অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় দুদক।
তদন্তে ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে ১৯ জন মৃত ব্যক্তির নাম ভিজিএফ তালিকায় পাওয়া যায়, এ ছাড়া ওই তালিকায় ৭৮ জনের নাম থাকলেও তাদের অনেকের অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনটি গত পহেলা সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানালেন, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। জেলেদের তালিকা সংশোধন করার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা।
MNU/sharif