নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া সকলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য।
শুক্রবার (৭ই আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, মিরপুর, যাত্রাবাড়ী, আশুলিয়া, যশোর এবং ঝালকাঠি থেকে এদের গ্রেফতার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পল্লবীতে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে জখম করে রমজান, আল-আমিন ও তাদের সহযোগীরা। পরে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয় সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। আহত রাকিব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কজনক।
Rakib/sat