নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় ৫ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরমধ্যে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (৭ই অক্টোবর) রাতে নেত্রকোনা থেকে হাওর এক্সপ্রেসে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় ওই কিশোরী। পরে কয়েকজন যুবক তাকে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মের তুরাগ কমিউনিটি ট্রেনের বগিতে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করে।
এ সময় মেয়েটি চিৎকার করলে পুলিশসহ আশেপাশের কয়েকজন এগিয়ে আসেন এবং মেয়েটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে।
ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পলাতক আরও একজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
Rakib/sharif