রাজবাড়ী সংবাদদাতা: নির্মাণের তিন মাসের মাথায় রাজবাড়ীর একটি সড়কের প্রায় তিন কিলোমিটার অংশ দেবে গেছে। সড়কের মাঝ বরাবর দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই সড়ক চার লেন করার কাজ শেষ হয় গত জুন মাসে। কাজের মান নিয়ে অভিযোগ ওঠার পর সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশ দেয়।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক চার লেন করার কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে, ১৮মাসে কাজ শেষ করার কথা থাকলেও কয়েকদফা সময় বাড়িয়ে চলতি বছর জুনে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই রাজবাড়ী শহরের বড়পুল থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক মাঝ বরাবর দেবে গেছে। এতে জনগুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি ভারী যানবাহন চলার কারণে সড়কের কিছু স্থানে সমস্যা দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, চুক্তি অনুযায়ী কাজ শেষ হবার পর ৩ বছরের মধ্যে ত্র“টি দেখা দিলে ঠিকাদারী প্রতিষ্ঠান নিজ খরচে সংস্কার করবে। সেই নির্দেশ দেয়ার পর তারা সংস্কার করছে বলে জানান রাজবাড়ী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান। কি কারণে সড়ক দেবে গেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
FR/sharif