নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ভাতিজা-ভাগিনার মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদমান দ্বন্দ্ব সমাধান করতে গিয়ে ভাগিনার হাতে নিহত হলেন সকির শেখ (৬০) নামের এক বৃদ্ধা। তিনি উপজেলার নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে। বুধবার (১২ই অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজন ও স্থানীয়রা জানান, নীলচড়া গ্রামের আশরাফুল ইসলাম ও তার মামাতো ভাই আব্দুর রহিমের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একাধিকবার সমাধানের চেষ্টা করলেও তার সমাধান হয়নি।
বুধবার সন্ধ্যায় আবার দ্বন্দ্ব হলে আশরাফুল ইসলাম তার মামা সকির শেখকে সমাধান করার জন্য ডাকে। সেখানে সমাধানের জন্য যান সকির শেখ। তখন মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়।
তখন একপর্যায়ে ভাগ্নে আশরাফুল ইসলামের রডের আঘাতে সকির শেখ আহত হন। এরপর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এসময় আব্দুর রহিমও গুরুতর আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির জায়গা নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ’আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। সেখানে ভাগিনা ও ভগ্নিপতির আঘাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে সকির শেখ মারা যান। এ ঘটনায় আঘাতকারী দুজনকে আটক করা হয়েছে।’ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
lamia/sharif