হিলি সংবাদদাতা: সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার গ্রামীণ সড়কগুলো। দীর্ঘদিন মেরামত না করায় এসব সড়ক দিয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে সমস্যা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, একাধিকবার আবেদন করলেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছেনা। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ বরাদ্দ না থাকায় সংস্কার করা যাচ্ছে না।
বৃষ্টি হলে এভাবেই ভোগান্তির মাঝে চলাচল করতে হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সড়কগুলো দিয়ে। শুধু মুকুন্দপুর নয়, একই দশা উপজেলার সাতটি ইউনিয়নের ৪৪২ কিলোমিটার গ্রামীণ সড়কের। সামান্য বৃষ্টিতেই কাঁদা হয়ে চলাচলে ভোগান্তি পোহাতে হয় সবাইকে। ঘটে ছোট-বড় দুর্ঘটনাও। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় রোগীদের নিয়ে। তাই সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।
এ বিষয়ে জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোন সুফল মেলেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিষয়ে কথা বলতে না চাইলেও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলছেন, গ্রামীণ সড়কের বিষয়টি তাদের হাতে নেই।
তবে এ বিষয়ে আশ্বাস দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার হোসেন ও উপজেলা প্রকৌশলী এফ এম রায়হানুল ইসলাম বলেন বরাদ্দ পেলেই সড়ক সংস্কার করা হবে। এদিকে সড়ক সংস্কারের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী।
rocky/sharif