ফেনী সদর হাসপাতালে রোগীদের দুর্ভোগ

প্রকাশিত: ২০-১০-২০২২ ০৮:৩৩

আপডেট: ২০-১০-২০২২ ১৫:৪৯

ফেনী সংবাদদাতা: অবকাঠামো এবং চিকিৎসক ও নার্সসহ জনবল সংকটে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে কাঙ্খিত সেবা পাচ্ছেন না রোগীরা। জেনারেটর কিংবা বিকল্প ব্যবস্থা না থাকায় লোডশেডিংয়ের সময় পোহাতে হয় বাড়তি ভোগান্তি। সংকট নিরসনে দ্রুত হাসপাতালটিতে জনবল বাড়ানোসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

একশ' শয্যার ফেনী সদর হাসপাতালটি ২৫০ শয্যার উন্নীত করা হয় ২০১৮ সালে। ফেনীসহ আশপাশের ৫ জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসার প্রতিষ্ঠান এটি। তবে ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিদিন ভর্তি থাকছে প্রায় ৪শ’ রোগী। আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে ১ হাজার থেকে ২ হাজার রোগী। 

২০২০ সালে হাসপাতালটিতে আইসিইউ, ডায়ালাইসিস ও স্কেনো সিস্টেম চালু করা হলেও সরকারিভাবে লোকবল নিয়োগ দেয়া হয়নি। ইউনিটগুলো চালু রাখা হয়েছে অন্যান্য বিভাগের কর্মকর্তা ও ডাক্তারদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে। অন্যান্য বিভাগেও রয়েছে চিকিৎসক এবং নার্স সংকট। এই হাসপাতালে জেনারটের কিংবা বিকল্প বিদ্যুৎ সংযোগ নেই। ফলে লোডশেডিংয়ে রোগীদের বাড়তি ভোগান্তি পোহাতে হয়।

সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, 'প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্খিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না।  ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের স্বাস্থ্যসেবায় শৃংখলা ফেরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চায় ফেনীবাসী।

Kaniz/sharif