নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির সদস্য ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ এবং কমলাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বাস স্টপেজ ও রেলস্টেশন এলাকায় ছিনতাই করে আসছিল। মূলত রাত বাড়লে এসব স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করতো চক্রের সদস্যরা। সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতো তারা। কেউ বাধা দিলে তাকে আহত করতেও দ্বিধা করতো না চক্রটি।
গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় র্যাব।
Rakib/sat