নারায়ণগঞ্জে সংবাদদাতা: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পোশাক কর্মী জয়নুর রহমান জনি হত্যার তিনদিনের মাথায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম সাগর ওরফে কুত্তা সাগর এবং জয় চান। পেশায় তারা ছিনতাইকারী।
নিহত জনির পরিচয়পত্র থেকে জানা যায়, সে বিসিক শিল্পনগরীতে পোশাক তৈরির কারখানা ফেইম অ্যাপারেলসের কর্মী। এই হত্যাকাণ্ডের ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (পহেলা নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, দু'জনকে সোমবার রাতে রাজধানীর কেরাণীগঞ্জের কাউটাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেখানে তারা আত্মগোপনে ছিল।
উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সরকারি মহিলা কলেজের পাশে রেললাইনে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে ফিরে আসা জয়নুর রহমান জনির কাছ থেকে মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় এবং পরে তাকে হত্যা করা হয়।
Laiza/sharif