বিশ্বকাপে খেলা হচ্ছে না পগবার

প্রকাশিত: ০১-১১-২০২২ ১৬:৩৮

আপডেট: ০১-১১-২০২২ ১৬:৩৮

ক্রীড়া ডেস্ক: ইনজুরিতে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ফ্রান্স জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা ফুটবলার পল পগবার। সোমবার (৩১শে অক্টোবর) পগবার এজেন্ট বিষয়টি নিশ্চিত করেন। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সাথে লড়াই করছেন পগবা। গত জুনে ইনজুরিতে পরার পর আগস্টে আবার মাঠে ফেরেন। তবে ঠিক ছন্দ ফিরে পাচ্ছিলেন না। এর মাঝে আবার পুরোনো সেই ব্যথা জেগে উঠে। বাধ্য হয়ে সার্জারি করানোর সিদ্ধান্ত নেন তিনি।

পগবার এজেন্ট বলেন, ‘খবরটি জানানো অত্যন্ত দুঃখজনক যে অস্ত্রোপচার থেকে সেরে উঠতে পগবার আরও সময় লাগবে। এই কারণে বিশ্বকাপ বিরতির আগে পল (পগবা) জুভেন্টাস স্কোয়াডে যোগ দিতে পারবে না বা কাতারে ফ্রান্স দলেও থাকবে না। ’

গত মৌসুমে ফ্রান্সকে বিশ্বকাপে জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল পগবার। ফাইনাল ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পান তিনি। ওই বিশ^কাপে সবচেয়ে বেশি নির্ভুল পাস দিয়ে আলোচনায় আসেন তিনি। এবারের বিশ^কাপে তাই পগবার না থাকা ফ্রান্সের জন্য বড় দুঃসংবাদ। তাছাড়া, ইনজুরির কারণে আগেই বিশ^কাপ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার এনগালো কান্তে।

rocky/sharif