নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে দুইদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (তেসরা নভেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। এরা সবাই বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তÍান্তর করা হয়। গত দোসরা নভেম্বর বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন তার গানম্যান মো. রফিকুল ইসলাম।
Rakib/Bodiar