আফগানিস্তানকে ১৬৯ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪-১১-২০২২ ১৬:১৭

আপডেট: ০৪-১১-২০২২ ১৬:১৭

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে যাবার শেষ সমীকরণ মেলাতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানদের বিপক্ষে ৮ উইকেটে ১৬৮ রান করে অজিরা। ইনজুরির কারণে অজিদের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ নেয় একাদশে। এছাড়া দলে রয়েছে আরও দুই পরিবর্তন। 

অ্যাডিলেড ওভালের এ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিন অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নারও। 

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের। 

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সওয়েল। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাভিন। ৪ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট আর রান দিয়েছেন মোটে ২১। ফজল হক ফারুকি পেয়েছেন ২ উইকেট।

 

MNU/sat