গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সাঘাটায় খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে (চৌঠা নভেম্বর) উপজেলার বোনারপাড়া ইউনিয়নের যোগীপাড়া থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ।
স্থানীয়রা জানায়, সকালে বোনারপাড়া কলেজ মোড় থেকে ভুতমারা বাজার যাওয়ার পথে রাস্তার পাশে খালের পানির কচুরিপানার নিচে এক ব্যক্তির মৃতদেহের অংশ দেখতে পায় তারা। পরে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন জানান, মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
MBK/sat