টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফরহাদ হোসেন অবরুদ্ধ অবস্থা থেকে ৫২ ঘণ্টা পর মুক্ত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সকালে ১৪ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় তালবদ্ধ করে দেন বিভিন্ন দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির তৃতীয় শ্রেণির কর্মচারীরা। তারা এসময় উপাচার্যের কক্ষের বাইরে অবস্থান নেন।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপাচার্য দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তারা জানান, গত ৩০শে অক্টোবর কর্মচারি সমিতির পক্ষ থেকে ১৪ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়। তাতে কেয়ারটেকার পদের নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানানো হলেও তা বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই দাবি আদায়ে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা।
MBK/Bodiar